ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মঈন মোস্তাকিন ও বুলবুল নামের দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
লাফার্জ লিংক রোড এলাকা থেকে ১৯ বোতল বিদেশি মদ সহ তাদের আটক করা হয়েছে। আটককৃত মোস্তাকিন ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ী গ্রামের আফতাব মিয়ার পুত্র। বুলবুল একই গ্রামের মৃত ফরিদ আহমদের পুত্র।
দু’জনকে আটকের কথা স্বীকার করে ওসি (তদন্ত) মোহাম্মদ মঈন জানান এদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।